Sunday, 3 December 2017

Maa (মা) | Bengali Poem |

Maa








       মা

যার জন্য সকল জীবই আসে পৃথিবীতে,
তাকেই আমরা মা ভাবি সেই প্রাচীন থেকে |
মা-এর মমতা স্নেহ শক্তিশালী সকলেই আমরা জানি,
মা-এর ডাকে মায়ের কোলে ভুলে যাই নিজেদের গ্লানি |
মা-এর মতো ভালবাসা প্রেম পারবে না দিতে কেউ,
সম্ভব নয় মা ছাড়া ওঠানো অমন টানের ঢেউ |
সন্তানের দুঃখ-তে দুঃখী, আবার তাদের খুশিতেই খুশি,
আগলে নিজের, শ্রেষ্ঠ দেবে নিজের সন্তান কে সবচেয়ে বেশি |
মেয়ে মাত্রই মায়ের রূপ, আমায় বলেছিলেন এক শিক্ষা গুরু,
মায়ের ধর্ম মেয়েরাই প্রথম ধীরে ধীরে করে শুরু |
আসলে আমরা আজ যা করছি সবই  মায়ের দান,
মাতৃ-গর্ভে কত যত্ন নিয়ে জাগতো নতুন প্রাণ |
তারই প্রাণরসে জীবন পেয়েছি, জগৎ-কে দেখছি আলো,
তারই আশির্বাদে সৃষ্টি রচনায় হচ্ছে জগতের ভালো |
দোষ-গুনের ধার ধারে না স্নেহই তার কাছে বড়ো,
মায়ের ঋণ শোধ করা দায়, যতই তুমি করো |
ঈশ্বর নিজেও দায়বদ্ধ, মেনেছে সেও হার,
মায়ের কল্পে প্রত্যেক মাতাই নিচ্ছে জগৎ ভার |
মা বলতে শুধু নিজের গর্ভ-মাতা নয় সব মাতাই সমান,
তাদের স্নেহ মমতা বোধে, নিও না কখনো প্রমান |
সবার আগে সেই মা-ই বোঝে আমাদের চিন্তার বোধ,
ভুল করলেও মাফ করে দেয়, রাখে না মনে ক্রোধ |
মায়ের আশির্বাদ সাথে থাকলে হার হয় না আমরা জানি,
মাতৃ-স্নেহে সকল মাতাদের সন্মান জানাচ্ছি আমি |






                     (ধন্যবাদ)
                                           --- অর্ঘ্য পাল

[ এই  কবিতায় থাকা কোনো চরিত্র বা বক্তব্য কোনরূপ কাউকে আঘাত বা নিচু করার উদ্দেশ্যে নয়, এটি শুধুমাত্র বাস্তবিক ও কাল্পনিক দৃষ্টিকোণ থেকে উঠে আসা কবি-র কল্পনা মাত্র | তবুও যদি কোনো - প্রকার দুর্বলতা মনে আসে, তার জন্য ক্ষমা প্রার্থনা করছি || ]





No comments:

Post a Comment