Vorer Chitra
ভোরের চিত্র
ভোরের আলোয় চোখটি খোলে,
সূর্যি
মামার ডাকে,
আকাশ গঙ্গায় যাত্রা দেখি,
নানা পাখির
ঝাঁকে |
হালকা বাতাসের স্পর্শে
শিহরণ জাগে
মনে,
মুগ্ধ এই জগৎ চিত্রে
থাকে আর
কতক্ষণে |
মেঘের ভেলা ভাসছে দেখি
নীল আকাশের
তলে,
কিচিরমিচির ধুনে আনন্দ ভাগে
পাখিরা দলে
দলে |
ঐ দেখা যায় সূর্যিমামা
আনন্দের
আবির মেখে,
দিনের শুরু করছে দেখি
শান্ত ভাবে
দেখে |
অদ্ভুত আবেশে ফুলের বাহার
রঙ-বেরঙের
সাজ,
মৌমাছি প্রজাপ্রতি ব্যস্ত খুব
সারতে
নিজেদের কাজ |
তাদের রঙে সৌন্দর্যে আরো
ফুলের
সুবাসে মাতোহারা,
আনন্দ প্রকাশে কচি পাতার বাহারে
দুলছে শিশু
ঐ চারা |
মা গাছেরা আগলে তাদের
কচি কুসুম
যত ফল,
ক্ষিদেতে না দেখতে জগৎ
লাইন এঁকেছে
পিঁপড়ের দল |
চারিদিক দেখি ব্যস্ত সকলে
কিসের
বার্তা যে নিয়ে,
দিনের শুরুতে আনন্দের ব্যস্ততায়
দিনের শুরু
এমন সাজ দিয়ে ||
(ধন্যবাদ)
[ এই
কবিতায় থাকা কোনো
চরিত্র বা বক্তব্য কোনরূপ কাউকে আঘাত বা নিচু করার উদ্দেশ্যে নয়, এটি শুধুমাত্র বাস্তবিক ও কাল্পনিক দৃষ্টিকোণ
থেকে উঠে আসা কবি-র কল্পনা মাত্র | তবুও যদি কোনো - প্রকার
দুর্বলতা মনে আসে, তার জন্য ক্ষমা প্রার্থনা করছি || ]
No comments:
Post a Comment