Bishakto Chetona
বিষাক্ত চেতনা
প্রাণী জগতে শ্রেষ্ঠ পদে উচ্চতম নাকি মানুষ !
শিক্ষা জ্ঞানে বুদ্ধি ও মানে আকাশ ছুঁয়েছে আজ ফানুস |
ভালো খাবো ভালো পরবো সবার চাহিদার টান,
প্রকৃতিকে নিজের মতো গড়ে, সুবিধায় এনেছে বান |
তবুও বন্ধু, মনে প্রশ্ন ওঠে ভাবনায় এ কি বিচার,
শিক্ষা সংস্কৃতি ভুলে মানুষের, আজ এ কেমন আচার ?
এগোচ্ছে মানুষ নিয়ে সমাজ, তবুও কিছু রয়ে পিছে,
অন্ধ চেতনায়, পশু-চিন্তায় চেতনা বোধে দেখি বিছে |
নারী চিন্তায় দূর্গা বোধে, আরাধনা দেখি যাদের মনে,
নারী- নির্যাতনে হারাচ্ছে তারাই কি করে তারাই জানে |
ছোটো শিশু থেকে চার্চের সিস্টার ভাবনায় নেই কোনো বিভেদ,
কিভাবে যে এরা বড়ো হয়েছে, কি করে ভাবনায় এতো ছেদ ?
তাদেরও তো মা আছেন, কতো ভালবাসা দিয়েছে স্বাধের,
সেই মাতৃ-গর্ভ কলঙ্ক করতে কি লজ্জা করে না তাদের ?
শিক্ষা দেন যারা শুনেছি তারা জীবন শিক্ষার দ্বিতীয় গুরু,
তাদের মধ্যেও যদি আজ ভুল দেখি, সত্যি কপালে ওঠে ভুরু |
পশুর মতো আবেগী হয়ে গেছে চেতনায় বিষ মিশে,
এদের এই ভাবনার বিষে এক স্তর যাচ্ছে পিসে |
বিশ্বাস হারাচ্ছে এই কারণেই মানুষ মানুষের প্রতি,
অদ্ভুত আমরা শ্রেষ্ঠ প্রাণী, চাইছি নিজেরাই নিজেদের ক্ষতি |
ঘটনা ঘটে জেনে আমরা মানুষ উত্তেজিত হই সেই ক্ষণে.
প্রতিবাদ জানাই উঠিয়ে কন্ঠ, আমরা জনে জনে |
কিছু পর আমরা ভুলে আবার ব্যস্ততা নিজেদের আশায়,
শুধু মনে থেকে যায় তাদেরই যাদের ঘটে এমন বাসায় |
এমনই সমাজ এমনই আমরা বার্তাবাহী হয়েই আছি,
উচিত বন্ধু নতুন ভাবার অন্য ভাবে যাতে বাঁচি |
এক হওয়াই, যুক্ত হওয়াই উচিত, হ্যাঁ আমরাই শ্রেষ্ঠ জীব,
সন্মান জাগিয়ে উচ্চ জ্ঞানে জ্বালি জ্বালি চলো চেতনার দীপ ||
(ধন্যবাদ)
[ এই
কবিতায় থাকা কোনো
চরিত্র বা বক্তব্য কোনরূপ কাউকে আঘাত বা নিচু করার উদ্দেশ্যে নয়, এটি শুধুমাত্র বাস্তবিক ও কাল্পনিক দৃষ্টিকোণ
থেকে উঠে আসা কবি-র কল্পনা মাত্র | তবুও যদি কোনো - প্রকার
দুর্বলতা মনে আসে, তার জন্য ক্ষমা প্রার্থনা করছি || ]
No comments:
Post a Comment