Abegee Chhaya
আবেগী ছায়া
নেশারু চোখে, আবেগ মায়ায়
তোর ঐ বাঁকা
হাসির টানে,
মন-মুগ্ধ আকর্ষনে তুই
ভরে তুলেছিলিস
যে প্রাণে |
গায়ের রং কালো হলেও
হরিণ - টানা
ঐ চোখে,
হাসতিস যখন হারিয়ে নিজেকে
যেতাম যে
আমি বোখে |
সরল মনে বলতি কথা
কথার ছিল না
শেষ,
বন্ধুত্ব ছিল দারুন আমাদের
জানিস
কাটেনি এখনও রেশ |
কত কথা বলতাম আমি
মন খুলে তোর
সাথে,
কি জানি হঠাৎ কি হয়েছিল তোর,
যেন মাছি পড়ল
ভাতে |
তোর মতো পাইনি আর
বন্ধু তোরই
মতো,
সত্যি বলছি, হারিয়ে তোকে
হয়েছি আমি
ক্ষত |
আমাদের বন্ধুত্বে ভুল ছিল না
কেন এসেছিল তোর
মনে,
ভালবাসার ঐ মায়াজালে আসলে
জড়াতে চাইনি
সেই ক্ষণে |
ছোটো ছিলাম তাইতো আমি
রাগ
করেছিলাম না কত ?
মাফ চাইছি আজ বুঝেছি আমি
ভুল বলেছি
আমি যত |
জানি হারিয়ে গেছিস আমার জীবন থেকে
কথা রেখেছিস
যে তুই,
বুঝিনি তখন ভাবিনি আমি
তোর কাছে
কতটা দামী হই |
কিন্তু জানিস মনে পরে যায়
আমাদের সেই
নানা খেলা,
নাচে গানে হুটো-পাটি তে
কাটাতাম কত
বেলা |
কত খুশি ছিলাম আমরা
কেন যে
ভাবনা এসেছিল মাঝে,
হা, বন্ধু বুঝিনি তোকে
সত্যি দেখছি
আমি খুব বাজে |
শারীরিক ভাষায় নেই হয়তো
স্মৃতি-তে
আছিস তুই বসে,
বহু পরে বুঝেছি তোকে
যখন তুই
গেছিস খসে |
বলেছিলিস তুই “বুঝবো একদিন
মনে পরলেও,
মাফ করবি না আমায়” |
হা রে তুই ঠিক বলেছিলিস সেদিন
কিন্তু আমিও
মাফ চাইব না ক্ষমায় ||
(ধন্যবাদ)
[ এই
কবিতায় থাকা কোনো
চরিত্র বা বক্তব্য কোনরূপ কাউকে আঘাত বা নিচু করার উদ্দেশ্যে নয়, এটি শুধুমাত্র বাস্তবিক ও কাল্পনিক দৃষ্টিকোণ
থেকে উঠে আসা কবি-র কল্পনা মাত্র | তবুও যদি কোনো - প্রকার
দুর্বলতা মনে আসে, তার জন্য ক্ষমা প্রার্থনা করছি || ]
No comments:
Post a Comment