Flirting
ফ্লার্টিং
চোখের ভাষায়
হারায় মন
স্পষ্টতা থাকে গলায়,
জীবন দিলো
তারই হাতে
মুগ্ধ হয় তার কলায়|
সরল মনে
অদ্ভুত আবেগ
ধীরে ধীরে জড়ায় প্রাণ,
মুখে রাখে
সে মিষ্টি হাসি
মনে জড়িয়ে আছে ম্লান|
ভালোলাগার
এই মায়ার চক্রে
গড়ে ওঠে নতুন খেলা,
চারিদিকে স্তব্ধতা
বাড়ে শুধু
কাটছে শুধুই যে বেলা|
নিজের মূল্য
নিজে বোঝে না,
অন্যের গুরুত্বে হয় মহান,
তাকেই নাকি
লাগে ভালো
নিজের মূল্যে এই বয়ান|
জগৎ জুড়ে এত শূন্যতা
ছেয়ে আছে সবার বুকে,
কাঁদছে আজও নিজের দু:খে
জগৎকে দেখায় হাসি মুখে|
গুরুত্বের এই খেলায় আজ
মানুষেরা উঠেছে মেতে,
পুরুষরাও সব এগিয়ে আছে
নারীদের গুরুত্ব পেতে|
আরে নারীরাও আজ কম যায় না
জমিয়ে রাখছে পা,
স্বার্থসির্দ্ধ কাজ ফরালে
বলে এবার তুই যা|
হাসি মুখে আমি ভাবি
হচ্ছে এ কি বলো?
ভাঙ্গা-গোড়া এই জীবন মায়ায়
এ কেমন মজা হলো!
সাময়িক আনন্দে সবাই খুশি
চলছে তাই এই খেলা,
শেষে বোঝে কিছুই পায়নি
ফোরায়ে যখন বেলা|
আনন্দে থাকায় নাকি জীবন লক্ষ্য
খুজি তারই চাবি-কাঠি,
গুরুজনেরা বলে নাকি সব বুঝবে
যখন ধরবে তুমি লাঠি|
থাকুক জ্ঞান জ্ঞানের কাছে
মজায় হচ্ছে মাতোহারা,
মনের নেশায় ভাসছে তরী
লক্ষ্যে নেই কুল-কিনারা|
নেশার ঘোরে যতক্ষণ আছে
সবই লাগে ভালো,
কাটলে ঘোর বোঝা যায়
অকারনে
পেরিয়েছি কত আলো||
(ধন্যবাদ )
[ এই কবিতায় থাকা কোনো চরিত্র বা বক্তব্য কোনরূপ কাউকে
আঘাত বা নিচু করার উদ্দেশ্যে নয়,
এটি শুধুমাত্র বাস্তবিক ও কাল্পনিক দৃষ্টিকোণ থেকে উঠে আসা কবি-র
কল্পনা মাত্র | তবুও যদি কোনো - প্রকার দুর্বলতা মনে আসে,
তার জন্য ক্ষমা প্রার্থনা করছি | ]
ফ্লার্টিং
চোখের ভাষায়
হারায় মন
স্পষ্টতা থাকে গলায়,
জীবন দিলো
তারই হাতে
মুগ্ধ হয় তার কলায়|
সরল মনে
অদ্ভুত আবেগ
ধীরে ধীরে জড়ায় প্রাণ,
মুখে রাখে
সে মিষ্টি হাসি
মনে জড়িয়ে আছে ম্লান|
ভালোলাগার
এই মায়ার চক্রে
গড়ে ওঠে নতুন খেলা,
চারিদিকে স্তব্ধতা
বাড়ে শুধু
কাটছে শুধুই যে বেলা|
নিজের মূল্য
নিজে বোঝে না,
অন্যের গুরুত্বে হয় মহান,
তাকেই নাকি
লাগে ভালো
নিজের মূল্যে এই বয়ান|
জগৎ জুড়ে এত শূন্যতা
ছেয়ে আছে সবার বুকে,
কাঁদছে আজও নিজের দু:খে
জগৎকে দেখায় হাসি মুখে|
গুরুত্বের এই খেলায় আজ
মানুষেরা উঠেছে মেতে,
পুরুষরাও সব এগিয়ে আছে
নারীদের গুরুত্ব পেতে|
আরে নারীরাও আজ কম যায় না
জমিয়ে রাখছে পা,
স্বার্থসির্দ্ধ কাজ ফরালে
বলে এবার তুই যা|
হাসি মুখে আমি ভাবি
হচ্ছে এ কি বলো?
ভাঙ্গা-গোড়া এই জীবন মায়ায়
এ কেমন মজা হলো!
সাময়িক আনন্দে সবাই খুশি
চলছে তাই এই খেলা,
শেষে বোঝে কিছুই পায়নি
ফোরায়ে যখন বেলা|
আনন্দে থাকায় নাকি জীবন লক্ষ্য
খুজি তারই চাবি-কাঠি,
গুরুজনেরা বলে নাকি সব বুঝবে
যখন ধরবে তুমি লাঠি|
থাকুক জ্ঞান জ্ঞানের কাছে
মজায় হচ্ছে মাতোহারা,
মনের নেশায় ভাসছে তরী
লক্ষ্যে নেই কুল-কিনারা|
নেশার ঘোরে যতক্ষণ আছে
সবই লাগে ভালো,
কাটলে ঘোর বোঝা যায়
অকারনে
পেরিয়েছি কত আলো||
(ধন্যবাদ )
[ এই কবিতায় থাকা কোনো চরিত্র বা বক্তব্য কোনরূপ কাউকে
আঘাত বা নিচু করার উদ্দেশ্যে নয়,
এটি শুধুমাত্র বাস্তবিক ও কাল্পনিক দৃষ্টিকোণ থেকে উঠে আসা কবি-র
কল্পনা মাত্র | তবুও যদি কোনো - প্রকার দুর্বলতা মনে আসে,
তার জন্য ক্ষমা প্রার্থনা করছি | ]
No comments:
Post a Comment