Thursday, 16 November 2017

Jibananter Jantrana (জীবনান্তের যন্ত্রণা) | Bengali Poem |

Jibananter Jantrana







  জীবনান্তের যন্ত্রণা

বড়ই ঠান্ডা আজ, ঠান্ডা লাগছে মনে,
কাঁপছে মন, কাঁপছে শরীর বাতাস কনকনে |
এই মুহুর্তে একটু উষ্ণ আশ্রয় যদি আমি পেতাম,
গায়ের জামা জাপটে আছি, ছিড়েছে যে বোতাম |
ঐ শোনা যায় চলছে গান, চলছে এখনও পার্টি,
ঠান্ডায় আমি জুবুথুবু, তাই আঁকড়ে ধরেছি মাটি |
ঠান্ডায় কাতর, ঘুমে অথর মশারও উত্পাত,
কোথায় শোব খুঁজছি এখনও, জঞ্জাল যে ফুটপাথ |
মনে পরে সেই দিনের কথা, বউ ছিল যেদিন পাশে,
কত যত্ন নিতো আমার, হাঃ ! বছর কাটলো যে মাসে |
ছেলের সাথে থাকলে পরে, ওর অসুবিধা হয়,
হুম, আজ ও আমায় মানে না, যে পেতো আমায় ভয় |
জীবন আজ এসেছে পথে, আমি বড়ই একা,
ভরাট জীবন ছিল একদিন, আজ বড়ই ফাঁকা |
ভাবলে পরে চোখের কোণায় জল আসে ভরে,
ভাঙ্গলে হবে ? কি ভাঙ্গবো আর, কবেই তো গেছি মরে |
বউমা বড়ই যত্ন নিতো, প্রথম প্রথম এসে,
শেষের দিকে বিরক্ত হতো, বলতো বুড়ো খালি কাশে |
নাতি আসত কথা বলতে, তাই সে খেতো মার,
বউমা শেষে বলেই দিলো, পারবে না নিতে ভার |
বিরক্ত মুখে ছেলে শুধায়, কি করি বলো ?
উত্তর না দিয়ে চুপটি থাকি, যতক্ষণ না সে গেলো,
শেষে ওরা বিচার করে, ছাড়তে বলে বাড়ি,
সম্পত্তি তো দিয়েছি লিখে, দিলাম তাই ছাড়ি |
অনেক স্মৃতি জড়িয়ে আছে, জড়িয়ে আছে যে মায়া,
ভুলতে চাইছি তাও পারি না, যেন পিছু ছাড়ে না ছায়া |
কি জানি ওরা কেমন আছে ! সবই যে এসেছি ফেলে,
ঘুরছি পথে, খাচ্ছি পথে, যন্ত্রণার পাখনা মেলে |
মাঝে মাঝে ভেবে, নিজের চোখে এসে যায় জল,
ভালোবেসে বড় করার এই কি তার ফলাফল !
যাকবাবা, আর তো মাত্র কয়েকটা দিন বাকি,
মনে নিয়ে আমি জীবনান্তের এই যন্ত্রণার চাকি –
কাটিয়ে দেবো, এইভাবে আমি এই ধুলো-মাখা পথে,
একদিন এই অথর দেহ, পরে থাকবে ফুটপাথে |
জানি না তারপর কি হবে ! শুধু একটাই কামনা করি,
বৃষ্টি হয় যেন, হেঃ ভগবান, জল খেয়ে যেন মরি |
বড়ই ঘুম পাচ্ছে আজ, জায়গাও পেয়েছি খুঁজে,
চলছে জীবন, দেখা যায় না, চাপা পরেছি যে ভাঁজে || 

                        (ধন্যবাদ)
                                           ---  অর্ঘ্য পাল


[ এই  কবিতায় থাকা কোনো চরিত্র বা বক্তব্য কোনরূপ কাউকে আঘাত বা নিচু করার উদ্দেশ্যে নয়, এটি শুধুমাত্র বাস্তবিক ও কাল্পনিক দৃষ্টিকোণ থেকে উঠে আসা কবি-র কল্পনা মাত্র | তবুও যদি কোনো - প্রকার দুর্বলতা মনে আসে, তার জন্য ক্ষমা প্রার্থনা করছি || ]

No comments:

Post a Comment