Sunday, 28 January 2018

Tomar Tane (তোমার টানে) | Bengali Poem |

Tomar Tane









তোমার টানে

ফুলের মতো মুখটি তোমার,
        প্রভাতের আলোর রেখা,
ভোর-আঁধারে জগিং time-এ
        তোমায় যায় যে দেখা |
হালকা হওয়ায় চুলগুলি যখন
        মুখের উপর আসে,
বাতাস তখন মুগ্ধ চিত্তে
        আবেগ ছড়ায়ে চারি-পাশে |
ঐ বাঁকা ঠোটের হাসি ছটায়
        তাকিয়ে থাকো যখন,
মনের ভিতর ঢেউ তুলে দেয়
        পারি না করতে গোপন |
যে দিকেই যাই তুমিও থাকো
        এ কেমন টান,
মনের তরে রোজ তুলছো তুমি
        আবেগের এই বান |
তোমার আবেশে চারিদিকে
        ফুল যেন হয় তাজা,
যেন রোজ প্রভাতে নতুন আলোয়
        নতুন ভাবে সাজা |
ঐ আঙ্গুল ছোয়ায় ফুলের উপর
        অবাক করে মনে,
ফুলগুলি যেন হেসে ওঠে
        অপেক্ষায় তোমার জন্যে |
morning work না ব্যস্ত তুমি
        দেখতে প্রকৃতির রূপ,
উল্টো দেখি, তোমার রূপের সাগরেই
        প্রকৃতি দিচ্ছে রোজ ডুব |
তোমার গন্ধে বাতাস বইছে
        ফুলের গন্ধ পরেছে ঢাকা,
ব্যায়াম করো যখন খোলা তলে
        গাছেরাও দোলায় তাদের শাখা |
ফুলেরাও তোমায় মুগ্ধ করে
        ফুলের বৃষ্টি দিয়ে,
হাত মেলে দেখি অনুভব করো
        মনটি কেড়ে নিয়ে |
চোখ পরলেই মুচকি হাসো
        চুল সরাও কান-পাশে,
তোমার ঐ চোখে কি যে নেশা
        প্রাণে যেন রস আসে |
কথা বলো যখন আলতো স্বরে
        ভাসতে থাকে কানের ধুন,
প্রকৃতিও তোমার প্রেমে পরেছে
        নেশারু তোমার গুন |
তোমার ছোঁয়ায় প্রকৃতি জাগে
        মায়াবী নেশার তালে,
থাকো এইভাবে তুমি সারা জীবন
        মিশে যেও না কালে ||


                    (ধন্যবাদ)
                                           --- অর্ঘ্য পাল

[ এই  কবিতায় থাকা কোনো চরিত্র বা বক্তব্য কোনরূপ কাউকে আঘাত বা নিচু করার উদ্দেশ্যে নয়, এটি শুধুমাত্র বাস্তবিক ও কাল্পনিক দৃষ্টিকোণ থেকে উঠে আসা কবি-র কল্পনা মাত্র | তবুও যদি কোনো - প্রকার দুর্বলতা মনে আসে, তার জন্য ক্ষমা প্রার্থনা করছি || ]





No comments:

Post a Comment