Monday, 1 January 2018

Moner Chokrobuhya (মনের চক্রবুহ্য়) | Bengali Poem |

Moner Chokrobuhya












   মনের চক্রবুহ্য


ধীরে ধীরে আঁধার ছায়ায় অন্ধকার আসছে নেমে,
প্রকাশ আলোর উজ্জলতা ক্রমশ যাচ্ছে দমে |
সন্ধায় যেমন নিচে অন্ধকার, আকাশপানে থাকে আলো,
গভীর তেমন নিন্মমুখী, উর্ধপানে থাকে সব ভালো |
প্রকৃতি রোজ শিক্ষা দিচ্ছে শেখায় নেই মোদের মন,
দিতে পেতে খুব ব্যস্ত আমাদের এই জীবন |
অন্ধকার সত্যি বাড়ে যখন, অন্ধ হয় চোখের ভাষায়,
মনে তখন প্রশ্নের ছায়া জড়িয়ে থাকে আশায় |
মনে ওঠে বিরক্তের ঝড় কাটাতে কালো এই তরী,
চঞ্চলতার ভিড়ের আবেগে প্রতি মুহুর্তে যেন মরি |
দিশা বোঝা দায়, স্তব্ধ পায়ে চোরা – মনের চোরা পাকে,
ধীরে ধীরে মন ডুবে যেতে চায় থমকে যায় যেন বাঁকে |
অস্থিরতায় আঙ্গুল ওঠে সবার পানে চেয়ে,
সবাই দোষী নিজের যুদ্ধে সবাই থাকে ছেয়ে |
সত্যি তখন বোঝা বড়ো দায় কি করা উচিত ?
উল্টে আরো আবেগ জড়ায় টেনে আনে সব অতীত |
প্রকৃতি যেমন স্থির চিত্তে বদলায় নিজের তালে,
মনও তেমন নাবতে থাকে অবাস্তবিক অকাল কালে |
সত্যি বলতে যা লিখেছি তাই আমাদের হয় ভাষা,
ভুল লেখাকে না শুধরেই মনে ভবিষতের আশা |
শুনেছি যেমন মাটি হয় তেমন গাছের ঝাঁক বোনে,
শেখার জানার ইচ্ছা রোধে অন্ধকার জড়ায় মনে |
বোবা পাখি কথা শেখে যেমন কালো কাপড়ের তলে,
অন্ধকারেই একমাত্র মনের সঠিক ভাষা চলে,
স্থির চিত্তে নিজেকে বুঝে অন্যকে না দেখে,
বুঝলে ভাষা, আচার পাল্টে, নেবে নতুন দিশা এঁকে |
কিছুই স্থির নেই দিবা-রাত্রি সর্বদাই ঘুরপাক,
আসছে যাচ্ছে সময় মতো বাঁধছে না কোথাও চাক |
তবে কেন স্থির থাকবো সময়িক শিক্ষার জালে ?
না শিখেই শুধু কি চড় মারবো নিজের শিক্ষার গালে ?
নিজের উপর বিশ্বাস রেখে শিখে নিজের আচার,
দিবা কালে শান্ত চিত্তে করলে নিজের বিচার,
পাল্টে মন পাল্টায় জীবন উর্ধমুখী হয়ে ওঠে,
উর্বরতা তত বাড়তে থাকে, মন আলোর দিকে ছোটে |
জীবন রহস্য সবাই বুঝি কিন্তু তবুও মনে জালে,
দাঁড় টানবো না জীবন নৌকা চালাতে চাই শুধু পালে |
অনুকুল প্রতিকুল দুইই আছে, জীবন মজাই এতে,
একই রকম যদি থাকতো জীবন যেতো ঘেঁটে |
দুঃখ সুখে না ভেসে শেখো ছারো সময়ের জাল,
পারবে না কখনো হারাতে জীবন, মনের অন্ধ কাল |
শেখানোর জন্যই অন্ধকার নামে, হিসাব মেলাতে দিনের আলো,
শিখবে না খাটবে না, পাবে কি করে ফলাফল ভালো ?
জানো বোঝো এগিয়ে চলো ছেরো না কিছুই বাকি,
থামেনা কখনও এটাও সত্য আমাদের জীবন চাকি ||

                    (ধন্যবাদ)
                                           --- অর্ঘ্য পাল

[ এই  কবিতায় থাকা কোনো চরিত্র বা বক্তব্য কোনরূপ কাউকে আঘাত বা নিচু করার উদ্দেশ্যে নয়, এটি শুধুমাত্র বাস্তবিক ও কাল্পনিক দৃষ্টিকোণ থেকে উঠে আসা কবি-র কল্পনা মাত্র | তবুও যদি কোনো - প্রকার দুর্বলতা মনে আসে, তার জন্য ক্ষমা প্রার্থনা করছি || ]





No comments:

Post a Comment