Saturday, 30 December 2017

Swarther Byastota (স্বার্থের ব্যস্ততা) | Bengali Poem |

Swarther Byastota










 স্বার্থের ব্যস্ততা

কথায় কথায় নাকি বিরক্ত লাগে,
        কি হয়েছে আজ সবার মনে,
খিল খিলে হাসছে উঠে
        আবার মুখটি ভার পরক্ষণে |
ব্যস্ততায় নাকি ঘিরে আছে
        কিসে ব্যস্ত যে সবাই ?
মনের ভাবনায় তো একটাই দেখি
        খুঁজছে আনন্দ খুশি হওয়াই |
আদেও আনন্দ পাচ্ছে সে
        নাকি জাল বুনছে শুধু মনে,
ভাসছে তরী কূল-কিনারা নেই
        দেখছি জনে জনে |
কাউকে দেখি টাকার নেশায়
        ধনী হওয়ার তালে,
কাউকে দেখি প্রেমের নেশায়
        জড়াচ্ছে অনুভূতির জালে |
একাকিত্ব আর অজ্ঞানতায়
        সমাজ ঢাকছে কালো ছায়ায়,
হারাচ্ছে মানুষ মানুষত্ব
        জড়াচ্ছে না কেউ মায়ায় |
করুণা, দয়া ত্যাগ করে
        স্বার্থ বোধে মেতে,
আনন্দের সাগরে ভেসে থেকেও
        খুঁজতে ব্যস্ত স্বল্প আনন্দ পেতে |
কাজ করছে টাকার জন্য
        অন্যের কথা না ভেবে,
ঠকিয়ে ভাবছে উচ্চ হবে
        সবাইকে পায়ে দেবে |
একি ভাবনায় ডুবেছে সমাজ
        কিছু মানুষ এমন কেন করে ?
প্রেমময় এই জগৎ সভায়
        বিস্বাদে কেন যে ভরে |
মনের ও শরীর চাহিদায়
        ভালবাসার অভিনয়ও দেখি,
কিছু সময়ের পর ভাবনার অমিলে
        টানের স্রোত হয় ফেকি |
এসবের মাঝেই বড় হচ্ছে
        ছোটো শিশু ঐ মন,
তারাও শেষে একই আঘাতে
        বেসামাল করছে নিজেদের জীবন |
মত্ত ব্যস্ত এই স্বার্থ মেলায়
        প্রমানে নিজেকে করছে শেষ,
প্রমাণিত আদেও হচ্ছে কি কেউ
        নাকি এটাই খেলার রেশ || 

                    (ধন্যবাদ)
                                           --- অর্ঘ্য পাল

[ এই  কবিতায় থাকা কোনো চরিত্র বা বক্তব্য কোনরূপ কাউকে আঘাত বা নিচু করার উদ্দেশ্যে নয়, এটি শুধুমাত্র বাস্তবিক ও কাল্পনিক দৃষ্টিকোণ থেকে উঠে আসা কবি-র কল্পনা মাত্র | তবুও যদি কোনো - প্রকার দুর্বলতা মনে আসে, তার জন্য ক্ষমা প্রার্থনা করছি || ]





No comments:

Post a Comment