Mayabi FaceBook
মায়াবী ফেসবুক
অপূর্ব মেলা যোগা-যোগের সকল মানুষের ভীর,
দেশ- দেশান্তর পার করে দূরুত্বে এনেছে চির |
প্রতিভা কলা আনন্দ ভাগে নিজেকে প্রকাশে মাতোহারা,
নিজের যোগ্যতায় জানতে নিজেকে চলছে এমনই ধারা |
নিজের রূপের প্রশংসা পেতে প্রকাশের ঘন-ঘটা,
ভোটের মাত্রা বিচার হয়, Like পরেছে কটা |
কচি-কাচা বুড়ো-বুড়ি সবাই মেতে দেখি আজ,
অদ্ভুত নেশায় ভাসছি আমরা ভুলে সব কাজ |
কি বলব কাজের ফাঁকেও উঁকি মনের কোনে,
প্রশ্ন ওঠে মনের মাঝে like করেছে কতজনে |
কে কি share করেছে, তাও দেখার ঝোঁক,
ছোটো কিছু হয়েছে জীবনে এখানেও তার শোক |
পেট খারাপ, কি upset মন, তাতেও react চায়,
personal Life উলঙ্গ করে, সেটাও দেখা যায় |
যার সাথে ঘটে সে বাদে হয়তো বাকিরা মজা লোটে,
আবেগ ছাড়া সহানুভূতির যত মানুষও এসে জোটে |
কেউ কেউ তো আবেগে পরে সত্যি ভাবে সব,
বিশ্বাসের তো ধ্বজা ওরে, যখন বোঝে সব ঢপ |
দেখানো আর style প্রদর্শনে ব্যস্ত কিছু স্তর,
ব্যস্ততার মাঝেও সময় কাটাতে দিচ্ছে এখানেই ভর |
ব্যস্ত আমি, শিখতে জানতে অত সময় কোথায়,
আদেও কি ব্যস্ত সত্যি ! না ব্যস্ত আমি শুধুই কথায় |
personaly জানতে কিছুর একে অপরের জীবনে উঁকি,
ঘোরের মতো সময় কাটে, এতেই অনেকে সুখী |
ছবি আর profile ঘেঁটে স্বাদের চাহিদার টানে,
বাস্তবিক জীবন ঘেঁটে ঘ হয়, চাহিদার চোরা-বানে |
কয়েকটা case এমনও আছে, অন্যের নাম আর ছবি,
মায়াবী জালে টাকা income-এ, কিছু মানুষের Hobby |
জানে সবাই সব কিছুই তবুও এই জালে ফাঁসে,
ভুলতে কঠোরতা ভুলতে বাস্তব সহজেই ভালোবাসে |
নিজের মূল্য নিজে বোঝে না, সবার মাঝে যে খুঁজি.
অবুঝ মন-কে বোঝানো দায়, যতই আমরা বুঝি ||
(ধন্যবাদ)
[ এই
কবিতায় থাকা কোনো
চরিত্র বা বক্তব্য কোনরূপ কাউকে আঘাত বা নিচু করার উদ্দেশ্যে নয়, এটি শুধুমাত্র বাস্তবিক ও কাল্পনিক দৃষ্টিকোণ
থেকে উঠে আসা কবি-র কল্পনা মাত্র | তবুও যদি কোনো - প্রকার
দুর্বলতা মনে আসে, তার জন্য ক্ষমা প্রার্থনা করছি || ]
No comments:
Post a Comment