Friday 19 January 2018

Kritrim Mayar Jale (কৃত্রিম মায়ার জালে) | Bengali Poem |

Kritrim Mayar Jale











কৃত্রিম মায়ার জালে


সবার মতই বন্ধু আমি,
        মূল্য আমার একই,
অবাক পানে স্থির দৃষ্টে
        তোমার ভাবনা দেখি |
অবাক হই দুটো কথায়
        “এমনই কি সত্যি তুমি,
sex-এ ভাসো সবার সাথেই
        নাকি fake আবেগের ভূমি |
যে যা চায় তাই দিয়ে যাও
        নিজের না ভেবে,
নাকি সত্যি তুমি নিজের ভাবো
        রেখেছো নিজেকে দেবে !”
জানি তুমি জড়িয়ে আছো
        চোরা বালির টানে,
বাঁচবে তুমি সেখান থেকে
        ভালবাসা আসবে যখন প্রাণে |
বাঁচার ইচ্ছায় জাগবে শক্তি
        বুঝবে তখনই মানে,
এক ঝটকায় বাঁচাবে জীবন
        তীব্র ভালবাসার বানে |
জানো উড়তে চায় মন পাখিটি
        তোমার মাঝে চায় বাস,
তুমি যেন তার অক্সিজেন
        তুমিই তার শ্বাস |
প্রজাপতিটি উড়ে যায়
        তোমার ফুলের টানে,
বসতে চায় তোমারই উপর
        সে কি আর জানে !
মূল্য পেতে মূল্য দিতে
        রোজ সে ভালবাসে,
তবুও সে তোমার চোখে
        হারিয়ে সবার মাঝে |
আগলে স্মৃতি দুঃখের ভিড়ে
        দেখতে পারছো না তাকে,
পরিবর্তিত জীবন ধারায়
        আনতে চায় সে নতুন বাঁকে |
তার কন্ঠেও বিষ আছে,
        বেদনা স্মৃতির ভাঁড়ে,
তাইতো সে জড়াতে চায়
        তোমারই ভালবাসার আঁধারে |
ডানা কেটেছে রক্তাক্ত মনে
        তোমার সব বিষ নিয়ে,
উদ্দেশ্য সে পাল্টাচ্ছে তোমার ভাবনায়
        যাবে নতুন জীবন দিয়ে |
পারলে বুঝো তাকে. কে সে ?
        এতো ভালবাসে তোমায়,
তোমার গুরুত্বে তোমার ইচ্ছায়
        নিজেকে কেন দমায় |
জানি মায়ার জালে বেঁধেছো তুমি
মিথ্যে আবেগের জালে,
সত্যকে অস্বীকার করে চড় মেরেছো
শিক্ষা-সংস্কৃতির গালে |
যা করেছো, বেশ করেছো
সবই মনের খেলা,
সবই বুঝবে, আছি তো আমি
ফুরাবে যখন বেলা ||



                    (ধন্যবাদ)
                                           --- অর্ঘ্য পাল

[ এই  কবিতায় থাকা কোনো চরিত্র বা বক্তব্য কোনরূপ কাউকে আঘাত বা নিচু করার উদ্দেশ্যে নয়, এটি শুধুমাত্র বাস্তবিক ও কাল্পনিক দৃষ্টিকোণ থেকে উঠে আসা কবি-র কল্পনা মাত্র | তবুও যদি কোনো - প্রকার দুর্বলতা মনে আসে, তার জন্য ক্ষমা প্রার্থনা করছি || ]





No comments:

Post a Comment