Sunday, 10 December 2017

Prothom Vasha (প্রথম ভাষা) | Bengali Poem |

Prothom Vasha










     প্রথম ভাষা

অবাক চোখে পলক ফেলে সামনের আলো দেখে,
বাবা-মায়ের স্পর্শ ছোঁয়ায় বুঝতে সে শেখে |
কত আবেগ স্বপ্ন দেখে ভাবে মনে মনে,
কত খুশি আমায় ঘিরে, আদর দেয় ক্ষনে ক্ষনে |
দুঃখ – খুশি কিছু বোঝে না আনন্দে মুখের হাসি,
নাম পদবি কিছুই বোঝে না কে মামা কে মাসি ?
মানুষ জন্মে মানুষদের সে সমান ভাবে দেখে,
সবার মধ্যে নিজেকে খোঁজে অদ্ভুত আনন্দ মেখে |
খিদে ও একা বোধে কান্নার সুর টানে,
খোঁজে শুধুই মায়ের উষ্ণতা যা জড়িয়ে আছে প্রাণে |
সবাই যখন উঁকি মারে অবাক দেখি চোখের ভাষা,
মুখের আওয়াজ কিছুই বোঝে না শুধু বোঝে মনের আশা |
এক মাত্র তখনই সে দেখতে পায় সবার আসল রূপ,
নেই কোনো তথ্য মাথায় তাই থাকে সদাই চুপ |
কার মনে কি জাল বুনেছে বুঝতে পারে না সে,
সবাই কে তখন একই ভাবে, আনন্দে ভাসে যে |
ওর পাশে কেউ দুঃখ পেলে অনুভবে আসে যে তার,
তখনই সে আবার মা-কে খোঁজে, পেতে পেতে বুঝি ছার |
অবাক করে শুধু ভালোবাসাই চায়, আনন্দ মাখা মনে,
কাঁদবে কিন্তু খুঁজে পাবে দুঃখের জল চোখের কোনে |
হাসতে দেখলে ঠোট সরে যায় মুখের দু-পাশে,
আনন্দ স্পর্শে কোলের ছোঁয়ায় সবাই কে অভেদ ভালোবাসে ||



                     (ধন্যবাদ)
                                           --- অর্ঘ্য পাল

[ এই  কবিতায় থাকা কোনো চরিত্র বা বক্তব্য কোনরূপ কাউকে আঘাত বা নিচু করার উদ্দেশ্যে নয়, এটি শুধুমাত্র বাস্তবিক ও কাল্পনিক দৃষ্টিকোণ থেকে উঠে আসা কবি-র কল্পনা মাত্র | তবুও যদি কোনো - প্রকার দুর্বলতা মনে আসে, তার জন্য ক্ষমা প্রার্থনা করছি || ]





No comments:

Post a Comment