Amader Neer
আমাদের নীড়
ইচ্ছা করে সাথে থাকতে, সব-সময় নি তোমার ই খোঁজ |
এক-সাথে থাকি যখন, বুঝি-না কাটে কিভাবে বেলা,
একা মনে ঝড় তোলে – তোমারই ভাব-নার খেলা |
মিষ্টি তোমার টানা চোখে, নিজেকে যে পাই খুঁজে,
ভালো লাগে হাসির ছটায় মুখটি দাও যখন গুঁজে |
আমি যখন দিশেহারা, আমার গালে রাখো দুটি হাত,
শান্ত হয়ে মন, সব চিন্তা হয় যে কুপোকাত |
অদ্ভুত আবেগ তোমার সাথে থাকলে জড়ায় মনে,
ঠিক এসে যাও কাজের ফাঁকে,উঁকি দাও মনের কোণে |
কত স্বপ্ন দেখেছি তোমায় নিয়ে তুমিও রোজ দেখাও,
তোমারই মায়ায় বেঁধেছি আমি, মন যায় না কোথাও |
কখনো ভাবিনি এমন অনুভব হতে পারে মনের ভাষায়,
খুশি আমরা একসাথে থেকে, নিজেদের গড়া বাসায় |
জগৎ কি ভাবে কি চাইছে, যায় না কিছুই এসে,
আমাদের এই ছোট্ট জগৎ গড়েছি আমরা কত ভালোবেসে |
তোমার খুশির পরোয়া আমার, তোমার এই হাসি মুখ,
কি বলব জানু, তোমার খুশিতে পাই যে নিজের সুখ |
তোমার জন্যই এসেছি এই জগৎ সভায় আমি,
তুমি ছাড়া আছে কে আমার তোমার মতো দামী |
জুঁই –এর গন্ধে মাতোহারা আবেগ মনের টানে,
মনের আবেগ বিস্তার পায়, তোমারই ছোয়ার বানে |
আবেগ প্রবন খেয়ালী মন জড়িয়ে আছে ঋতু,
অপরূপ সাজে সাজছে রোজ তোমার - আমার সেতু |
তোমার দয়িত্বে, তোমার গন্ধে আমাদের এই নীড়ে,
আলাদা
হয়েছি আমরা দু-জন, হারাই-নি যে জগৎ
ভিড়ে ||
(ধন্যবাদ)
[ এই
কবিতায় থাকা কোনো চরিত্র
বা বক্তব্য কোনরূপ কাউকে আঘাত বা নিচু করার উদ্দেশ্যে নয়, এটি শুধুমাত্র বাস্তবিক ও কাল্পনিক দৃষ্টিকোণ
থেকে উঠে আসা কবি-র কল্পনা মাত্র | তবুও যদি কোনো - প্রকার
দুর্বলতা মনে আসে, তার জন্য ক্ষমা প্রার্থনা করছি || ]
No comments:
Post a Comment