Bitrishna
ভিড়ের মাঝে হারিয়ে যাচ্ছি,
রাস্তা তবু না পাই,
সঠিক ভাবে বাঁচবো ভাবি,
তবুও ভুলের অন্ত নাই |
জীবন যাত্রার বাঁকা পথে -
চাহিদার নাই শেষ,
গভীর ভাবে দেখলে পাই,
কমে না তবুও রেশ |
দায়িত্ব বলতে কি বোঝায়
বুঝি তবু সবেতেই হারি,
হয়তো কেউ বোঝে না আমায় !
নাকি আমি বুঝি না দাড়ি !
শিক্ষা না অবিদ্যা আমায় -
চাটি মারে রোজ,
মেলেনি এখনো তবুও আমি -
থামায়নি জীবন উদ্দেশ্যের খোঁজ |
ছোটো থেকেই একা আমি ;
নির্ভরশীল
নিজের উপর,
কি করেছি ? তাও জানি না,
ভাবছি দেবো কবর |
নানান বিস্বাদ মনে ওঠে,
সবাই একবার হয়তো ভোগে এতে,
জানি না আমি কি করবো ?
কোনো নতুন
দিশা পেতে |
এতো এলো-মেলো চিন্তা আমায় -
ঘিরে ধরে রোজ,
মুক্তি চাই তাও পাই না,
চাপছে দেখি রোজ |
নিজেকে জেতাতে জানি না আমি
দু:খ দিয়েছি কত ?
হয়তো বুঝি এই কারণেই !
ব্যাথায় আমি ক্ষত |
ঈশ্বরের উপর ভরসা আমার
ছিল বহু
আগে,
নেই সেই ভক্তি প্রভু -
এখন আবার যেন জাগে |
“রাস্তা আমি খুঁজছি এখনো
একাগ্র করো মরে,
জাগিয়ে তোলো আবার নতুন চিরে
নতুন আলোর ভোরে |
দু:খ ভরা বেদনা যত
ভুলতে চাই প্রভু,
এলো-মেলো সব চিন্তা যত
আর এনো না কভু |
হাল্কা করো মুক্ত করো
এ জীবন বন্ধন থেকে,
পাইনি এখনো নতুন তথ্য
নিজের জীবন ঝেঁকে |”
কেউ কেউ বলে দায়িত্বহীন
হুঃ ; কামচোর নাকি আমি,
সত্যিই কি সত্যি তারা ?
বুঝি না আমার খামি |
যা যা দেয়ার সবই তো আমি
যথাসাধ্য দিয়ে থাকি,
কার্য আমার করি নিষ্ঠায়
দিই নাতো কভু ফাঁকি |
তবুও আমি কারো চোখে
কামচোর হয়ে আছি !
জল আসে চোখে তবুও আমি
উড়াই
বসে মাছি |
আমি সবার বিরক্তের কারণ -
না অন্য কিছু আছে ?
জানি না আমি তবুও খুঁজি
ধরা পরেনি আমার কাছে !
কি যে চাইছি ? কি যে করি ?
কিছুই বুঝছি না আমি,
হীরে হবো ভাবি বসে
হইনি এখনো দামী |
ভাবনায় আমি জুবুথুবু ...
চিন্তায় মাথাটা ভার,
হাল্কা হতে দেয় না আমায়
পাই না কোনো ছার |
দু:খে এই বিস্বাদ ভরা ...
জীবন কবে যে শেষ হবে ?
কবে আমি প্রমান করবো -
শ্রেষ্ঠ আমি এই ভবে ?
বয়সও ঠিক চলেছে বেগে
হচ্ছে সবই জটিল,
নিজের উপর আস্থা হারিয়ে
নিজেকেই মারছি ঢিল |
জানি না কি করবো আমি ?
তবুও শুধু একটাই
কামনা করি,
শ্রেষ্ঠ পদে নিজেকে দেখে
তবেই যেন আমি মরি |
মরার স্বাদ জেগেছে মনে
থমকে তবুও আছি
বসে,
প্রমান না করে আমি নিজেকে
তারার মতো চাই না
যেতে খসে |
হায় ! ভগবান তোমার সন্তান
রোজই থাকছে মন
মরা,
বাঁচার, করার ইচ্ছা জাগাবে কবে ;
ভরাবে অন্তর ভুবন
ধরা !!!
(ধন্যবাদ )
[ এই কবিতায় থাকা কোনো চরিত্র বা বক্তব্য কোনরূপ
কাউকে আঘাত বা নিচু করার উদ্দেশ্যে নয়, এটি শুধুমাত্র বাস্তবিক ও কাল্পনিক
দৃষ্টিকোণ থেকে উঠে আসা কবি-র কল্পনা মাত্র | তবুও যদি কোনো - প্রকার দুর্বলতা মনে
আসে, তার জন্য ক্ষমা প্রার্থনা করছি || ]
Bitrishna
No comments:
Post a Comment