Tomar Shunyata
তোমার শূন্যতা
আকাশ ভরা তারার মাঝে, তোমায় খুঁজে পাই,
জীবন দেখি চলছে আজও কিন্তু তুমি নাই |
রাতের পরে রাত কেটে যায়- আকাশ-পানে চেয়ে,
কিছুই আর ভালো লাগে না হয়েছে এক-ঘেয়ে |
তোমার-ই দেখানো পথে আমি হাঁটছি দেখো আজ |
ঠিকই বলেছো, সত্যি তুমি, পরেছে কপালে ভাঁজ |
ভোর-আঁধারে রোজ চলে যাও, সন্ধেতে আসো আবার ফিরে,
মনে আছে কি ? সুখেই ছিলাম, আমাদের এই ছোট্ট নিরে |
আজ আমি একা একা জীবন-দাঁড় টানছি দেখো,
বলেছিলে তুমি মনে আছে কি ? “একা বাঁচতে শেখো” |
একা একা এভাবেই আমি আরও বাঁচতে চাই,
দেখতে হবে জীবনে আর আমি কত দুঃখ পাই ?
বয়স-তো হল জানো কি তুমি ? কোমর যায় ধরে,
গাঁটে গাঁটে আমার খুবই ব্যাথা-গো মাঝে মাঝে ঝিলিক মারে |
তোমারই গলার গান শুনে দিন হতো আমার শুরু,
মনে আছে আমি খুব ভালবাসতাম তোমারই হাতের নারু |
তোমায় ছাড়া আজ পৃথিবী- কে দেখছি আমি একা,
সবই আছে তবুও দেখি মন-টা একদমই ফাঁকা |
চুলগুলো আজ হয়েছে সাদা, শরীরে নেই জোর,
তোমায় হারিয়েছি তবুও আমার যায়নি প্রেমের-ঘোর |
ছেলে-মেয়ের বিয়ে দিয়েছি-গো তবু ভোলেনি আমাদের,
যত্ন নেয়, ভালোও বাসে আশীর্বাদ দিও গো তাদের |
রাতে আমায় বেরোতে দেয় না লুকিয়ে লুকিয়ে আসি,
তারার মাঝে খুঁজে বেড়াই তোমার সেই হাসি |
আজ আমার জ্বর এসেছে তবুও এসেছি আমি,
তোমার ঐ মিষ্টি হাসি যে আমার কাছে দামী |
দেখতে চাইছি-গো, দেখা দাও না, কেন ঢাকা পরেছো মেঘে,
কাঁপছে শরীর, বৃষ্টি ভেজায়, জ্বর বাড়ছে যে দ্রুত - বেগে |
চোখ-টি বুজে তোমায় এঁকে, বলছি আমি তোমায়,
“তোমায় আমি খুব ভালবাসি - গো শুনতে পাও কি আমায়” ||
(ধন্যবাদ)
[ এই
কবিতায় থাকা কোনো
চরিত্র বা বক্তব্য কোনরূপ কাউকে আঘাত বা নিচু করার উদ্দেশ্যে নয়, এটি শুধুমাত্র বাস্তবিক ও কাল্পনিক দৃষ্টিকোণ
থেকে উঠে আসা কবি-র কল্পনা মাত্র | তবুও যদি কোনো - প্রকার
দুর্বলতা মনে আসে, তার জন্য ক্ষমা প্রার্থনা করছি || ]
No comments:
Post a Comment