Thursday, 22 February 2018

Rusto Anuraginee (রুষ্ট অনুরাগিনী) | Bengali Poem |

Rusto Anuraginee










রুষ্ট অনুরাগিনী  

ওই মিষ্টি মুখে রাগের আভা,
        লাল-পানা করে চোখে,
কষ্ট না পেয়ে মুচকি হেসে
        আমিও যাচ্ছি যে বখে |
পাপড়ি ঠোঁটে ফর-ফরানি
        গোলাপী আভা টানে,
গালে – কানে লাল রঙ ধরেছে
        মজায় মাতে আমার প্রাণে |
কোনটা রাগ, কোনটা মান
        বুঝতে ফুরায়ে যে বেলা,
অতীত হয়ে পেরিয়ে এসেছি
        তবুও মনে কেন ডেলা ?
তবে রাগলে তুমি মুখটি তোমার
        বড়ই মিষ্টি আকার সাজে,
অতীত হলেও আমার মনে
        সেই মজার ঘন্টাই বাজে |
শুধু ভালো লাগে না ওই মায়াবী চোখে
        রাগের অনুভূতির ঢেউ,
চন্ডালীনি রূপ নিলে তুমি
        পারবে কি সামলাতে কেউ ?
রাধীকা রূপেই অপূর্ব তুমি
        পার্বতী তোমার গুনে,
অন্নপূর্না হাতে হাত মিলিয়েছে
        সরস্বতী তোমার গানের ধুনে |
এতো গুনে সেজে আছো
        হৃদয় কত তোমার বড়,
শান্ত হও গো ও আমার রাজ-লক্ষী
        এবারে আনন্দে মনটি ভরো ||

                    (ধন্যবাদ)
                                           --- অর্ঘ্য পাল

[ এই  কবিতায় থাকা কোনো চরিত্র বা বক্তব্য কোনরূপ কাউকে আঘাত বা নিচু করার উদ্দেশ্যে নয়, এটি শুধুমাত্র বাস্তবিক ও কাল্পনিক দৃষ্টিকোণ থেকে উঠে আসা কবি-র কল্পনা মাত্র | তবুও যদি কোনো - প্রকার দুর্বলতা মনে আসে, তার জন্য ক্ষমা প্রার্থনা করছি || ]





1 comment: