Sunday, 26 November 2017

Neshar stor (নেশার স্তর) | Bengali Poem |

Neshar stor










    নেশার স্তর


ছোটো-বেলায় ঘুম ভাঙ্গত অপূর্ব এক টানে,
ভোরের বাতাস মেতে উঠতো প্রভাতের গানে,
দূর-দর্শনে আসতো তখন সু-প্রভাতের এক সুর,
উঠতাম জেগে, শুনতাম শুধু ঘুমের রেশ হতো দূর |
বেতার-তরঙ্গ আর রেডিও তে পাল্লা ছিল খুব ভারী,
কলকাতা ক আর এফ-এম এতে একে-অপরের আরি |
গল্প-ঝুলি নিয়ে ছিল গানের রেষা-রেশি,
মানুষ-মাধ্যমেতে যোগাযোগ কার কত বেশি |
গরমের ছুটি-তে আসত মজা, বাজতো ছুটির ঘন্টা,
কত প্রতিভা দেখাতো এসে, আজ সব লবডঙ্কা |
তারপরে-তে দূরদর্শনে, এলো নেশা মেতে,
দুপুর হলেই খাবার সেরে বসত এঁটে - সেঁটে,
ধারাবাহিক-এর পটভূমি-তে আলোচনা চলতো ভালো,
কাল কি হবে তাই ভেবে দিতো ভাবনায় আলো |
কচি-কাচা, বুড়ো-বুড়ি সবাই মত্ত TV-র রসে,
রেডিও ছেড়ে ধীরে ধীরে দুনিয়া এলো TV-র বশে |
বুদ্ধির ধারে, সময়ের খেলায় এলো অন্তর-জাল,
অভস্ত মানুষ শিকার হলো, নিল নতুন ঢাল |
Social Midia মিশে গেলো, ব্যস্ত হলো সময়,
গন্ডি-বাঁধা ভাঙ্গলো মানুষ নিল নতুন অভয় |
মজার ছলে যোগাযোগে আনন্দের ঘন-ঘটা,
নতুন ভাবে, দেখতে-বুঝতে, সমাজের মাথা ওঠা |
এগোচ্ছে সমাজ নতুন শিল্পে, বৈজ্ঞানিক উন্নতির সাথে,
পুরো জগৎ ধীরে ধীরে এসে পরেছে হাতে |
সুযোগ-সুবিধা বাড়ছে যেমন, মজায় হচ্ছে মোয়া,
হা, বন্ধু তবে এটাও সত্যি, ছড়াচ্ছে তেমনি কালো ধোয়া |
সৃষ্টি কর্তা সৃষ্টি করছে, উদ্দেশ্য থাকে এক দিকে,
কিছু অবুঝ মানুষ বোঝে না হয়তো, তাই হচ্ছে তারা ফিকে |
সব কিছু মানুষের জন্যে এইটা সত্য কথা,
ভুলে মানুষ বশে এসে, পাচ্ছে নিজেই ব্যাথা |
এর জন্য সমাজ দায়ী নয়, দৃষ্টিকোণ–এর ভ্রম,
সমাজ শিল্পের উন্নতিকল্পে ঘাটাচ্ছে পরিশ্রম |
যারা বোঝে তারা ভাসে না, তারাই সৃষ্টি করে,
যারা ভাসছে, তারা ডুবছে, আনন্দের রসে ভরে ||



                     (ধন্যবাদ)
                                           --- অর্ঘ্য পাল

[ এই  কবিতায় থাকা কোনো চরিত্র বা বক্তব্য কোনরূপ কাউকে আঘাত বা নিচু করার উদ্দেশ্যে নয়, এটি শুধুমাত্র বাস্তবিক ও কাল্পনিক দৃষ্টিকোণ থেকে উঠে আসা কবি-র কল্পনা মাত্র | তবুও যদি কোনো - প্রকার দুর্বলতা মনে আসে, তার জন্য ক্ষমা প্রার্থনা করছি || ]





No comments:

Post a Comment